প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

সাতক্ষীরা দেবহাটা থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১০

সাতক্ষীরা দেবহাটা থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১০ ।সাতক্ষীরা দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে নাশকতা, ওয়ারেন্ট ও চুরি মামলায় মোট ১০ জন আসামিকে গ্রেফতার করেছে। আজ শুক্রবার ৩রা নভেম্বর দিবাগত রাতে অভিযান চালিয়ে দেবহাটা থানা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। দেবহাটা থানার ওসি বাবুল আক্তারের নেতৃত্বে এসআই গোলাম আজম, এসআই শোভন দাশ, এসআই সেলিম রেজা ও এএসআই জাহিদুর রহমান পৃথক পৃথক অভিযান চালিয়ে ঐ আসামিদের গ্রেপ্তার করেন। আটককৃত আসামিরা হলেন নাশকতা মামলায় তিলকুড়া গ্রামের গ্রাম্য ডাঃ মিজানুর রহমান, কোমরপুর গ্রামের জাবিরুল ইসলাম, দক্ষিণ পারুলিয়া গ্রামের আব্দুস সামাদ ও বসন্তপুর গ্রামের ইদ্রিস আলী। এনজিআর মামলায় জগন্নাথপুর এলাকার শামছুর রহমানের ছেলে কামরুজ্জামান লেলিন ও রফিকুল ইসলাম ভেলু, আব্দুল গফ্ফারের ছেলে ইয়াসিন আলী ও দেওয়ান আলীর ছেলে রওশন। নারী শিশু নির্যাতন মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি টাউনশ্রীপুরের রফিকুল ইসলামের ছেলে আশরাফুল কবীর। এ ছাড়া চুরি মামলায় দক্ষিণ পারুলিয়া গ্রামের আলফার উদ্দীনের ছেলে মেহেদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় ঐ আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়। দেবহাটা থানার ওসি বাবুল আক্তার জানান, দেবহাটার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে অভিযান চালিয়ে ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন