প্রিন্ট এর তারিখঃ বুধবার ৯ই জুলাই, ২০২৫ ২৫শে আষাঢ়, ১৪৩২ ১৩ই মহর্‌রম, ১৪৪৭

জেল হত‍্যা দিবস কেন আরো সক্রিয় হলো

জেল হত‍্যা দিবস কেন আরো সক্রিয়    হলো না।

সারাজীবন যারা জেল হত‍্যা দিবস পালন করছে। কেন পালন করছে। কিসের জন‍্য। কি কারণে এর কোনো ব‍্যখ‍্যা নেই। তিন নভেম্বর চলে গেলে এই নিয়ে আর কোনো তেমন আলোচনা নেই। জেল হত‍্যা দিবসের মর্মান্তিক ঘটনাবলি আগামী প্রজন্মকে জানাতে চাই। পাঠ‍্য পুস্তকে ঘটনার বিবরণ সহ ফিচার প্রকাশ করা হোক। এবং রাষ্ট্রীয় ভাবে জেল হত‍্যা দিবস পালন করা হোক । জেল হত‍্যা দিবস হিসেবে প্রতিবছর দেশের সকল জেলখানায় বন্দী কয়েদীদের ভিন্ন আঙ্গিকে খাবার পরিবেশন করা হোক। এই জেল হত‍্যা দিবসে কারা রক্ষী থেকে কারা মহাপরিচালক পর্যন্ত প্রমোশনের দিন ধার্য করা হোক। এই জেল হত‍্যা দিবসে দেশের সকল জেলখানায় সকলেই কালো বেজ অথবা কালো পোষাক পরিহিত থাকুক। সারাজীবন জেল হত‍্যা দিবস জেল হত্যা দিবস শুনেই আসছি। কিন্তু এই জেল হত‍্যা দিবসের কোনো অগ্রগতি দেখছি না। এখানে কোনো পরিবর্তন দেখছি। আওয়ামী লীগ আজ পনেরো বছর ধরে ক্ষমতায় থেকেও জেল হত‍্যা দিবসের জন‍্য তারা আজও তেমন কিছু করছে। এই না করার ফলে নতুন প্রজন্মের কেউ আর জেল হত‍্যা দিবসের ঘটনাপ্রবাহ গুলো জানে না বললেই চলে। গত বছর আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে জেল হত‍্যা দিবসকে আরো সক্রিয় করতে পারত। এভাবে ঢিলেঢালা দিবস পালন হলে আগামী প্রজন্ম হয়তো এই দিবসে উৎসাহ হারাবে এটাই বাস্তব। অথই নূরুল আমিন কবি কলামিষ্ট ও রাজনীতি বিশেষজ্ঞ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন