প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

আব্দুল জলিল মোল্লা, পুটিয়া ইউনিয়ন তাঁতীলীগ আহবায়ক নির্বাচিত

আব্দুল জলিল মোল্লা, পুটিয়া ইউনিয়ন তাঁতীলীগ আহবায়ক নির্বাচিত। অদ্য 3 /11/23 ইং শুক্রবার সন্ধ্যা সাত ঘটিকায়, নরসিংদীর,শিবপুর উপজেলা তাঁতীলীগ সভাপতি সৈয়দ মোঃ আলম এর সভাপতিত্বে পুটিয়া ইউনিয়ন তাঁতীলীগ আহ্বায়ক কমিটি গঠন করা হইয়াছে, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী 3 শিবপুর থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ,দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, পুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শাকিল প্রধান প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা তাঁতীলীগ এর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিয়াদ, এতে সর্বসম্মতিক্রমে একক প্রার্থী হিসেবে আব্দুল জলিল মোল্লা আহবায়ক নির্বাচিত হন, সদস্য সচিব হিসেবে নির্বাচিত হন তিনজন ১ নং মনির হোসেন ২/ আমান মিয়া, ৩ নং রিপন মিয়া, পরিশেষে নৌকাকে শক্তিশালী করার জন্য দ্রুত ৪১ বিশিষ্ট কমিটি গঠন করে প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয় ,। উপস্থিত নেতৃবৃন্দ আব্দুল জলিল মোল্লা কে ফুল দিয়ে বরণ করে , উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন