প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

সাঁথিয়া রক্তদাতা ইউনিট” কর্তৃক ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত

“সাঁথিয়া রক্তদাতা ইউনিট” কর্তৃক ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত । হাঁসুক রোগী বাঁচুক প্রাণ আমরা করব স্বেচ্ছায় রক্তদান’ এই স্লোগানকে সামনে রেখে কাশিনাথপুর সেবা মাল্টিকেয়ার হসপিটাল এর সৌজন্যে স্বেচ্ছায় রক্তদান সংগঠন ‘‘সাঁথিয়া রক্তদাতা ইউনিট” এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ই নভেম্বর ) সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে ১ হাজারের অধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাবনা জেলার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছেন। “সাঁথিয়া রক্তদাতা ইউনিট” এর প্রতিষ্ঠাতা, নূর মোহাম্মদ নূরুর উপস্থিতিতে উক্ত ক্যম্পিং অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন পুন্ডুরিয়া উচ্চ বিদ্যালয়, পুন্ডুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পুন্ডুরিয়া দাখিল মাদ্রাসার সুপারডেন্টেন সহ শিক্ষক শিক্ষকা ছাত্র ছাত্রী বৃন্দ। এসময় প্রতিষ্ঠাতা নূর মোহাম্মদ নূরু বলেন বর্তমানে যেকোন কাজেই রক্তের গ্রুপ জানা প্রয়োজন হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি। ইতিমধ্যে ২ বছরে আমরা সাঁথিয়া রক্তদাতা ইউনিট এর স্বেচ্ছাসেবীদের মাধ্যমে ১৯০০+ জন রুগিকে বিনামূল্যে রক্তদান করে আসছি, তিনি আরো বলেন আমরা পুর্বে সাঁথিয়া উপজেলার কলেজ, স্কুল,মাদ্রাসা সহ বিজয় দিবস স্বাধীনতা দিবসে ভাষা দিবসে বিনামুল্যে রক্ত গ্রুপ নির্ণয় করে আসছি, সামনে আরো অনেক প্রতিষ্ঠানে করবো ইনশাআল্লাহ। এসময় উপস্থিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ বলেন এমন মহৎ উদ্যোগ আরও বেশি বেশি গ্রহন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন