প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ইউপি সদস্যসহ বিএনপির ৮ নেতাকর্মী গ্রেফতার

ইউপি সদস্যসহ বিএনপির ৮ নেতাকর্মী গ্রেফতার । কুষ্টিয়া কুমারখালীতে পুলিশের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় একজন ইউপি সদস্য ( মেম্বর) সহ বিএনপির ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে কুমারখালী থানা পুলিশ।বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে আটকৃতদের আদালতে পাঠানো হয়েছে। গত বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন – পান্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নং ওয়ার্ডের সদস্য রাজু আহমেদ (৫৮), পান্টি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসাবুল বকুল বিশ্বাস (৫৩)। আর বিএনপির সদস্য ও কর্মীরা হলেন – সদস্য মামুনুর রশীদ মঞ্জু (৫৮) রবিউল বিশ্বাস (৫৮), সিরাজুল ইসলাম (৬৩), মকুল হোসেন (৪০), আনছার আলী বিশ্বাস (৬০) ও গফুল আলী বিশ্বাস (৬০)। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, রাতে অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনে ৮ জনকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপার্দ করেছে। হরতাল – অবরোধের নামে যেকোনো প্রকার নাশকতা প্রতিরোধে পুলিশ সার্বক্ষণিক মাঠে কাজ করছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন