প্রিন্ট এর তারিখঃ বুধবার ৯ই জুলাই, ২০২৫ ২৫শে আষাঢ়, ১৪৩২ ১৩ই মহর্‌রম, ১৪৪৭

নওগাঁর হাপানিয়া স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার আরেক আসামি গ্রেপ্তার

নওগাঁর হাপানিয়া স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার আরেক আসামি গ্রেপ্তার ।নওগাঁয়-স্কুলছাত্রীকে-সংঘবদ্ধ-ধর্ষণ-মামলার-আরেক-আসামি-গ্রেপ্তারনওগাঁয় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার আসামি মনোয়ারকে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার শালবাড়ী দেওয়ানপুর এলাকা থেকে বুধবার ভোররাতে গ্রেতার করে ।নওগাঁ সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, ‘থানায় মামলা হওয়ার পর আমরা মনোয়ারের সহযোগী সুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাই। আর আজ ভোররাতে মনোয়ারকে র‌্যাব-৫-এর একটি টিম গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। গ্রেপ্তার মনোয়ারকে আদালতে সোপর্দ করা হবে।’নওগাঁয় দশম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় মনোয়ার হোসেন নামের আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।জেলার মহাদেবপুর উপজেলার শালবাড়ী দেওয়ানপুর এলাকা থেকে বুধবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মনোয়ার হোসেনের বাড়ি সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের মোহনপুর এলাকায়।বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার শেখ সাদিক জানান, ওই স্কুলছাত্রী গত ৩০ সেপ্টেম্বর হাঁপানিয়া বাজারে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে একডালা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক সুজন তাকে সুকৌশলে গাড়িতে তোলে অপহরণ করে মনোয়ারের ভাড়া বাড়িতে নিয়ে যান। পরে সুজন ও মনোয়ার তাকে ধর্ষণ করে ভিডিও তাদের মোবাইল ফোনে ধারণ করেন। এ ঘটনা কাউকে বলে দিলে ভিডিও ইন্টারনেটে ছেড়ে ভাইরাল করে দেয়ার হুমকি দেন তারা।র‌্যাব কর্মকর্তা আরও জানান, ওই ছাত্রীর বাবা নওগাঁ সদর মডেল থানায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করলে র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। ঘটনার পর কয়েক দিন বরিশালে গা ঢাকা দিয়ে ছিলেন আসামি। বুধবার ভোররাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মহাদেবপুর উপজেলার শালবাড়ী দেওয়ানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।নওগাঁ সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, ‘থানায় মামলা হওয়ার পর আমরা মনোয়ারের সহযোগী সুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাই। আর আজ ভোররাতে মনোয়ারকে র‌্যাব-৫-এর একটি টিম গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। গ্রেপ্তার মনোয়ারকে আদালতে সোপর্দ করা হবে।’ নওগাঁ প্রতিনিধিঃ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন