প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

আল আমিন সংস্থার তাফসির মাহফিলে আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী

আমরা কুরআন ছেড়ে দিয়েছি। আমরা আমল ছেড়ে দিয়েছি। আমাদের গুনাহের কারণে বিভিন্ন আজাব আসতেছে। মুসলমানদের উপর ইসরাঈলের যে জুলুম চলছে সেখান থেকে হেফাজতের জন্য দোয়া করুন। আমরা একে-অপরের জন্য দোয়া করি। আল্লাহ তায়ালা ইসরায়েলকে ধ্বংস করে দিন।

উত্তর চট্টলার ঐতিহ্যবাহী দীন-দরদী সেবামূলক সংগঠন আল-আমিন সংস্থার উদ্যোগে আয়োজিত তিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিবসে প্রধান অতিথির বক্তব্যে জামিয়া ইসলামিয়া বাবুনগরের মহাপরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এসব কথা বলেন।

২ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২টা থেকে মাওলানা মাহমুদুল হোসাইন ও মাওলানা রিজওয়ান আরমানের যৌথ সঞ্চালনা, মাওলানা কারী জহিরুল হকের তেলাওয়াত এবং মাওলানা ওমর কাসেমীর উদ্বোধনের মাধ্যমে দ্বিতীয় দিবসের কার্যক্রম শুরু হয়।

আল্লামা শেখ আহমদ, মাওলানা শোয়াইব জমিরী, মাওলানা সাআদাত হোসেন ও মাওলানা হাজী ইউসুফের ধারাবাহিক সভাপতিত্বে দ্বিতীয় কার্যক্রম পরিচালিত হয়।

দ্বিতীয় দিবসে আরও তাফসীর পেশ করেন, আল্লামা সালাহউদ্দীন নানুপুরী, মাওলানা আবদুল বাসেত খান, মাওলানা মুফতি মুস্তাকুন নবী, মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মুফতি রাফি বিন মুনির, মাওলানা আনিসুর রহমান আশরাফি, মাওলানা মুফতী সোলামাইন,মাওলানা মাহমুদুল হোসাইন, মাওলানা মুফতী রাশেদ প্রমুখ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন