প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ডিমলায় ভেজাল ডলোমাইট পাউডার জব্দ

নীলফামারীর ডিমলা টুনিরহাট বাজারের ফজির উদ্দিন নামে এক সার ব্যবসায়ীর গুদামে ভেজাল ৩১০ বস্তা নকল ডলোমাইট পাউডারের সন্ধান পেয়ে নমুনা গবেষণাগারে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে এবং গত ১০ অক্টোবর মৃত্তিকা সম্পদ ইনষ্টিটিউট বিভাগীয় গবেষণাগার রংপুরে প্রেরন করা হলে ডলোমাইট লাইম পাউডারটি গবেষণায় ভেজাল প্রমানিত হয়।
সার ব্যবস্হাপনা আইন ২০০৬ এর১৭(২)ঘ উপধারা মোতাবেক গতকাল বুধবার(১ নভেম্বর) উপজেলা কৃষি বিভাগ এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে এই অভিযান কার্যক্রম চালানো হয়। এ সময় ফজির উদ্দিনের সার গোডাউন থেকে ৩১০ বস্তা ভেজাল সার (ডলোমাইট পাউডার) জব্দ করে প্রতিনিধিদলটি।
বৃহস্পতিবার(২ নভেম্বর) সকালে ডিমলা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফারজানা আক্তার ও উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী সহ জব্দকৃত সার ধ্বংস করেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী বলেন,টুনিরহাট বাজার থেকে ৩১০ বস্তা ডলোমাইট পাউডার নীতিমালা ভঙ্গ করে বিক্রি করে।এই সংবাদের ভিত্তিতে সন্দেহ জনক ভাবে ৩১০ বস্তুা সার জব্দ করা হয়,পরে নমুনা পরীক্ষা গারে পাঠানো হয়।পরবর্তীতে পাউডার টি ভেজালে প্রমানিত হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন