প্রিন্ট এর তারিখঃ বুধবার ৯ই জুলাই, ২০২৫ ২৫শে আষাঢ়, ১৪৩২ ১৩ই মহর্‌রম, ১৪৪৭

নওগাঁর মহাদেবপুর উপজেলা১৯ টি ইউনিয়নের কৃষকলীগের বর্ধিত সভা ২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুর উপজেলা১৯ টি ইউনিয়নের কৃষকলীগের বর্ধিত সভা ২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত!!!নওগাঁর মহাদেবপুরে উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা ২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলা সদরের বুলবুল সিনেমা হল এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা কৃষকলীগের সভাপতি শ্রী অমিত কুমার ব্যাণার্জী বাপ্পী এতে সভাপতিত্ব করেন। সভায় উপজেলা কৃষকলীগ ও ১০টি ইউনিয়ন কৃষকলীগের তৃণমূল নেতাকর্মীরা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, শ্রী অমিত কুমার ব্যাণার্জী বাপ্পীকে সভাপতি, আব্দুর রাজ্জাক সরদারকে সাধারণ সম্পাদক ও সামির উদ্দিন খানকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা কৃষকলীগের ৭১ সদস্য বিশিষ্ট যে কমিটি রয়েছে তা আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বহাল থাকবে। সম্প্রতি এই কমিটি ভেঙ্গে না দিয়ে, বা কমিটির কোন সাধারণ সভা না করে নওগাঁ জেলা কৃষকলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত উপজেলা কৃষকলীগের যে আহ্বায়ক কমিটি ঘোষণা দেয়া হয়েছে তা প্রত্যাখ্যান করা হয়।সভায় থৈ অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউজ্জামান বদি, শ্রী প্রভাত ব্যাণার্জী বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র বাবু ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হাফিজুল হক বকুল, অর্থ সম্পাদক হাজী মোয়াজ্জেম হোসেন, আওয়ামী লীগ নেতা এমদাদুল হক, নাহিদ মোস্তফা, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি এস, এম, জার্জিস আলম, সুলতান সালাউদ্দিন সবুজ প্রমুখ বক্তব্য দেন মোঃ আলাল উদ্দিন নাসির উদ্দিন আরিফ উজ্জ্বল কুমার সরকার উপস্থিত ছিলেন। নওগাঁ প্রতিনিধিঃ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন