প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

চুয়াডাঙ্গায় জামায়াতের সেক্রেটারি দামুড়হুদার এ্যাড আসাদ গ্রেফতার

চুয়াডাঙ্গায় জামায়াতের সেক্রেটারি দামুড়হুদার এ্যাড আসাদ গ্রেফতার । চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান গ্রেফতার হয়েছে। বুধবার রাত সাড়ে ৩টার দিকে জেলা শহরের পুলিশ পার্ক লেনের একটি বাসা থেকে নাশকতা মামলায় চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান কাজল নিশ্চিত করেছেন। তিনি জানান, নাশকতা মামলা বুধবার রাতে শহরের পুলিশ পার্ক লেনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধি ০১৯১২৯৯৫১০৩ ০২/১১/২৩

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন