প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রূপগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

অবৈধ অবরোধ নৈরাজ্যের বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অবস্থান কর্মসূচী ও শান্তি ও উন্নয়ন সমাবেশ অব্যাহত২ নভেম্বর ৩০০ ফিট এলাকায় হাজার হাজার নেতাকর্মী নিয়ে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ক্রিকেট বোর্ডের পরিচালক পাপ্পা গাজীর নেতৃত্বে এ কর্মসূচী পালন করা হয়।এসময় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সালাউদ্দিন ভূঁইয়া,মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া সাবেক সফল সহ সভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগ,মিজানুর রহমান মিজান সাবেক সদস্য নারায়ণগঞ্জ জেলা সদস্য,মোঃ আরিখ খান জয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক রূপগঞ্জ সদর ইউনিয়ন প্রমুখ।
রাজপথ নিরাপদ রাখতে জনসাধারণের চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সকাল থেকেই ৩০০ ফিট রাস্তার মোড়ে দাঁড়িয়ে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে অবস্থান কর্মসূচীতে সরব ভূমিকা পালন করেন।পাপ্পা গাজী বক্তব্যে বলেন বিএনপি জামাতের জালাও পোড়াও বা নাসকতা এই হরতাল জনগন মানে না,বিএনপি হরতালের নামে মানুষকে আগুনে পুড়িয়ে মারছে ও মানুষের জান মালের ক্ষতি করছে,মানুষ পুরিয়ে বিএনপি জামাত কোনদিন ক্ষমতায় আসতে পারবে না।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন