প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

সারাদেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছেন ঠাকুরগাঁওয়ের সাংবাদিকবৃন্দ।

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আয়োজনে শহরের চৌড়াস্তা মোড়ে এ কর্মসূচী পালন করা হয়।

ঘন্টাব্যাপী এই প্রতিবাদ সভায় ঠাকুরগাঁও প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি,ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন,অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন অংশ নেয়।

এসময় বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী,সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দল লতিফ লিটু,দৈনিক সংগ্রামী বাংলা প্রত্রিকার সম্পাদক আব্দুল লতিফ, সহ অন্যান্য সংবাদকর্মীরা।

পেশাগত দায়িত্ব পালনে যারা সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে তাদের আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তির দাবি জানান বক্তরা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন