গাইবান্ধার ফুলছড়িতে একটি মাদরাসার মাঠ থেকেবিস্ফোরক জাতীয় দ্রব্য ৮টি ককটেল ও ৬টি পেট্রলবোমা উদ্ধার করেছে থানা পুলিশ।এঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
বুধবার (১ নভেম্বর) দিবাগত রাতেই এবিষয়টি নিশ্চিত করেছেন, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজব আলী।
পুলিশ জানায়, বুধবার আনুমানিক রাত সাড়ে দশটার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের খবিরিয়া আলিম মাদরাসার মাঠে কিছু বিস্ফোরক জাতীয় দ্রব্যগুলো দেখতে পায় স্থানীয়রা।
এরপরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে৮টি ককটেল ও ৬টি পেট্রলবোমাসহ এক বস্তা লাঠি উদ্ধার করা হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজব আলী জানান, ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরক জাতীয় দ্রব্যগুলো মাদরাসার মাঠে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। এ ব্যাপারে সংশিষ্ট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলমান বলেও জানান তিনি।