প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

খুলনার দাকোপের বাজুয়াতে আওয়ামীলীগের বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

খুলনার দাকোপের বাজুয়াতে আওয়ামীলীগের বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র, পুলিশ হত্যা ও দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ০১ নভেম্বর বুধবার বিকাল ৫ টায় দাকোপের বাজুয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বাজুয়াতে বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিলটি চুনকুড়ি মোড় হয়ে কলেজ রোড দিয়ে বাজুয়া বাজার প্রদক্ষিণ করে বাজুয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। প্রতিবাদ মিছিল শেষে আওয়ামী লীগ কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বাজুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অপরাজিত মন্ডল অপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মির্জা সাইফুল ইসলাম টুটুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ দাকোপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানস কুমার রায়, আওয়ামী লীগ নেতা তুষার রায়, অজিত রায় ছোট্ট, দান কুমারী বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন যুবনেতা রবার্ট হালদার, মহিলা নেত্রী কাঞ্চন বিশ্বাস, রুবিনা খান, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নুর ইসলাম শেখ, যগোবন্ধু গাইন, মাইকেল ঘোষ, মিসকিন মির্জা, ছোবাহান মিস্ত্রী, গোবিন্দ থান্দার, প্রিন্স বিশ্বাস, মৃনাল গাইন, কৃষ্ণপদ বৈদ্য, স্বপন জোয়াদ্দার, অসিম রায়, রবিন মোড়ল, বিশ্বজিৎ সরকার, উৎপল দাস, মাখন ঘরামী, দীনবন্ধু মন্ডল, রুমা রায়, কনিকা পোদ্দার, জয়ন্ত রায় জয়, মোঃ হাফিজুল ইসলাম, হিমাদ্রি সরদার, সুজন তরফদার, আব্দুল জলিল শেখ, আজানুর মির্জা, পল্লব রায়, প্রান্ত রায়, অতিশ রায়, তরিকুল ইসলাম শেখসহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন