প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি হলেন রেজুয়ান আহমদ সাগর

সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি হলেন রেজুয়ান আহমদ সাগর । বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ সরকারি কলেজের সহ সভাপতি পদ পেলেন সুনামগঞ্জের কৃতী সন্তান রেজুয়ান আহমদ সাগর। পদ ঘোষণা করার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে উচ্ছ্বাসের হাওয়া রেজুয়ান আহমদ সাগরের । তিনি বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের দায়িত্ব পাওয়ার পরথেকে,জামাত শিবির, বিএনপির নৈরাজ্য কায়েমের বিপক্ষে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন সবসময়। তিনি, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের মিটিংয়ে তার ভুমিকা ছিল অগ্রগন্য। স্কুল ও কলেজ জীবনে পাশাপাশি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সক্রিয় ছিলেন। রেজুয়ান আহমদ সাগর বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি দীপঙ্কর কান্তি দে ভাই আমাকে ছোটবেলা থেকে বাংলাদেশের রুপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র বাল্যজীবন থেকে শিক্ষা দিয়ে আজ আমাকে এই পর্যন্ত আনছেন। যোগাযোগ করা হলে বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ জেলা সভাপতি দীপঙ্কর এবং সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন বলেন ৩০/১০/২৩ইং রিমন আহমদ কে বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ সরকারি কলেজের সভাপতি পদে ছাত্রলীগের প্যাডে সাইন এর মাধ্যমে নিশ্চিত করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন