প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বৌদ্ধ ধর্মের দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২৩

বৌদ্ধ ধর্মের দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২৩ । খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ৩নং সিন্দুকছড়ি ইউনিয়নের ডেবলছড়ি এলাকার ডেবলছড়ি চৈত্যমনি বৌদ্ধ বিহারের আয়োজনে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়। বৌদ্ধ ধর্মের দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠান ৩০ অক্টোবর থেকে শুরু হয়ে ২৮ নভেম্বর পর্যন্ত ৩০দিন চলবে এই কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠান। ১ নভেম্বর ডেবলছড়ি চৈত্যমনি বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মের দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠান পরিদর্শনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুইমং মারমা, ৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাচিং মারমা প্রমুখ। এসময় আর উপস্থিত ছিলেন ডেবলছড়ি চৈত্যমনি বৌদ্ধ বিহারের ভিক্ষু,ধর্মপ্রান ব্যক্তিবর্গ ও দায়ক দাইকা বৃন্দ। মোঃ সালাউদ্দিনঃ খাগড়াছড়ি প্রতিনিধি, মোবাইল নাম্বার, ০১৬৪৪২৪৬৮৮১

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন