খোকসায় জাতীয় যুব দিবস পালিত “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার খোকসায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় যুব দিবসের রেলি শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বাবুল আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সবুজ কুমার সাহা, প্রাণিসম্পদ অফিসার শাহিনা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তার, সমাজসেবা কর্মকর্তা হাসানুজ্জামান, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর। এসময় বক্তাগণ জাতীয় যুব দিবসের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, আজকের প্রশিক্ষিত যুবসমাজই আগামী স্মার্ট বাংলাদেশের মূল কর্ণধার। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যুব সমাজকে নানামুখী প্রশিক্ষণের কর্মসূচি হাতে নিয়েছে। বেকার যুব সমাজকে সমাজের বোঝা না করে প্রশিক্ষণ নিয়ে নিজেদের আত্মকর্মসংস্থানে বিনিয়োগ করতে পারলে দেশ ও জাতির কল্যাণ সম্ভব। বক্তারা আরো বলেন বর্তমান ডিজিটাল দেশে বিপুল জনগোষ্ঠী বেকার যুব সমাজকে আউটসোর্সিং ও অনলাইন মাধ্যমে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে যা জাতীয় প্রবৃদ্ধির বড় অংশের একটি অংশীদার। জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে যুব সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় যুব মহিলা ও যুবকরা অংশগ্রহণ করেন।