প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

হত্যা চেষ্টা মামলার আসামী ও প্রধান পরিকল্পনাকারী গ্রেফতার

রাজধানীর কোতোয়ালী এলাকা হতে ঢাকা জেলার আশুলিয়ায় ডিস ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে গুলি করে হত্যা চেষ্টা মামলার আসামী ও প্রধান পরিকল্পনাকারী মোঃ তানজিল আহম্মেদ@ অশ্রু (৩০) র‍্যাব। আশিক হাসান সীমান্ত ১। র‍্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ৩১ অক্টোবর ২০২৩ তারিখ দুপুরে র‍্যাব সদরদপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-৪ ও র‍্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা জেলার আশুলিয়ার কাঠগড়া এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রুপের প্রধান কাঠগড়া এলাকায় ডিস ব্যবসায়ীকে গুলি করে হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান পরিকল্পনাকারী মোঃ জাহিদুল ইসলাম@ তানজিম আহম্মেদ@ অশ্রু (৩০)’কে গ্রেফতার করতে সমর্থ হয়। ২। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী ঢাকা জেলার আশুলিয়া থানার কাঠগড়া এলাকার ডিস ব্যবসায়ী সাইদুর সরকার, মানিক সরকার ও শরিফ সরকার’দের সাথে ডিস ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে গত ২৫/১০/২০২৩ তারিখ সন্ধ্যায় আশুলিয়ার কোহিনুর মার্কেটের পিছনে নিজ অফিসে ডিস ব্যবসা সমস্যার সমাধানের কথা বলে ডেকে নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উক্ত ডিস ব্যবসায়ীদের লক্ষ করে এলোপাথাড়ী গুলি করে ০৩ জনকে আহত করে। ইতিপূর্বে সে একটি হত্যা মামলায় প্রধান আসামী হিসেবে বেশ কিছুদিন কারাবরণ করে যা আদালতে বিচারাধীন রয়েছে। ৩। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন