প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আজ জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস

আজ ২রা নভেম্বর, জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস। অধ্যাপক নুরুল ইসলাম দেশের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী তে প্রথম ব্যক্তি হিসেবে রক্তদান করেন। তারপর ১৯৭৮ সাল থেকে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে মানুষকে উৎসাহিত করতে প্রতিবছর ২রা নভেম্বর স্বেচ্ছায় রক্তদান দিবস পালিত হয়। ১৯৯৬ সালে দিবসটি প্রথম জাতীয় দিবস হিসেবে পালন করা হয়।। আজ জাতীয় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস। আয়োজনে @বগুড়া ব্লাড ডোনার সোসাইটি BBDS আহব্বানে, মোঃ জয়নাল আবেদিন ,কেন্দ্রিয় রক্ত বিষয়ক সম্পাদক ,BBDS.বগুড়া ব্লাড ডোনার সোসাইটি BBDS হাজার হাজার মানবের জন্য ফ্রিতে রক্ত দান করে বগুড়া জেলার মধ্যে সুনাম অর্জ
ন করে আসছে। আগামীতে এ ধারা যাহাতে অব্যাহত থাকে তার জন্য রক্তদাতাদের কে এগিয়ে আসার জন্য আহব্বান করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন