প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

খুলনার দাকোপের বাজুয়ায় ঐতিহ্যবাহী দীপাবলি উৎসব ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

খুলনার দাকোপের বাজুয়ায় ঐতিহ্যবাহী দীপাবলি উৎসব ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা । আবহমান বাংলার চিরন্তন ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছরের ন্যায় এবারও দীপাবলি উৎসবকে কেন্দ্র করে খুলনার দাকোপের বাজুয়া চড়া নদীতে দু’দিন ব্যাপী নৌকা বাইচ ও সাংস্কৃৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে দীপাবলী উদযাপন আয়োজক কমিটি। এই উপলক্ষে ০১ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬ ঘটিকায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। দিপাবলী উৎসব উদযাপন কমিটির আহবায়ক ও বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, মুক্তিযোদ্ধার সন্তান ও লাউডোব ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কৈলাশগঞ্জ ইউপি চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, দীপাবলি আয়োজক কমিটির শ্যামল কুমার রায়, দেবেন্দ্রনাথ মিস্ত্রি, অচিন্ত্য সাহা, সুব্রত সরকার, অশোক দাস, দেব্রত সরকার দেবু, সব্যসাচী ক্লাবের সভাপতি প্রবীর রায় বাপি, অগ্রগামী যুব সংঘের সভাপতি সবুজ সরকার, সাংবাদিক স্বপন কুমার রায়, মোঃ শামীম হোসেন, জয়ন্ত রায়, আয়োজক কমিটির প্রীতিশ সরকার, সজল ব্রম্মোচারি, অরুণ দাস, সত্যজিত গাইন, তাপস হালদার, পার্থ সাহা, সুশান্ত হালদার, রাহাত খান, খোকন সাহা প্রমুখ। আলোচনা শেষে এবারও আগামী ১৬ ও ১৭ নভেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিন ব্যাপি বাজুয়া চড়ানদীতে ঐতিহ্যবাহী পুরুষ ও মহিলা নৌকা বাইচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন