প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আগামী ২০২৪শে, ভারত থেকে বি জে পি কে উৎখাত করার ডাক দিলেন শচীন পাইলট।।

আগামী ২০২৪শে, ভারত থেকে বি জে পি কে উৎখাত করার ডাক দিলেন শচীন পাইলট।।

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

ভারতের জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক ভারতের কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজস্থান রাজ্যের উপমুখ্যমন্ত্রী শ্রী শচীন পাইলট ভারত থেকে বি জে পি কে উৎখাত করার ডাক দিলেন। এদিন ভারতের রাজস্থান রাজ্যের একটি কেন্দ্রীয় জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে বলেন যে ভারতের কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছেন। দেশের সাধারণ গরীব লোকদের সাথে মিথ্যা কথা বলে ভোট নিয়ে সেই গরীব লোকদের সাথে প্রতারণা করেছেন। বি জে পি সরকার ভারতের কথা না কথা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ভেদাভেদ করে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দিয়েছেন। দেশের উন্নয়ন থমকে দাঁড়িয়েছে। ভারতের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাতে সক্ষম হয়নি। সম্প্রতি মনিপুর রাজ্যের ভিতরে বিভিন্ন জাতি দাঙ্গা র ফলে শতশত মানুষের মৃত্যু হয়েছে। আদিবাসী জনগোষ্ঠীর মহিলাদের উপর পাশবিক অত্যাচার করা হয়েছে। সেখানে বি জে পি সরকার দাঙ্গা থামাতে ব্যর্থ হয়েছে। তাই আগামী নির্বাচনে ভারতের রাজস্থান রাজ্যের ফের ক্ষমতা দখল রাখতে ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষে ভোট দেবার আহবান জানান। সাথে সাথে আগামী ২০২৪,শে, কেন্দ্রীয় সরকার গঠন করতে ভারতের জাতীয় কংগ্রেস কে ভোট দিতে অনুরোধ করেন।।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন