প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর মান্দায় বিএনপি ও জামাতি ইসলামের ১৩ জন নেতাকর্মী গ্রেপ্তার

নওগাঁর মান্দায় বিএনপি ও জামাতি ইসলামের ১৩ জন নেতাকর্মী গ্রেপ্তার! নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামাতি ইসলামের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ময়েজ উদ্দিন (৫০), লতিফুর রহমান (৫০), ময়নুল ইসলাম (৪০), আইজুল হক (৩৮), আবদুল মান্নান (৪৬) জিয়াউর রহমান (৪০), সেকেন্দার আলী (৫৮) ও সাইফুদৌলা বাবু (৩৮)। গ্রেপ্তার ব্যক্তিরা বিএনপির ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন পদে দায়িত্বে আছেন। অন্যদিকে সাইফুদৌলা বাবু পরানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক। একই অভিযানে জামায়াতের কর্মী লালবর রহমান (৩৫), আবুল হোসেন সরদার (৬৩), আবদুল মান্নান প্রামাণিক (৪৩), এহসান হক মাসুম (৩৭), আবদুল জব্বারকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ প্রসঙ্গে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন