প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বিএনপির অবরোধে মাঠ দখল আওয়ামী লীগের

বিএনপির অবরোধে মাঠ দখল আওয়ামী লীগের ।সারা বাংলাদেশে টানা তিনদিনের অবরোধ ডেকে দ্বিতীয় দিনেও মাঠে নেই নাটোরের লালপুরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মী বৃন্দ। বুধবার (১ নভেম্বর২০২৩) দিনব্যাপী উপজেলার ত্রিমোহনী চত্বরে অবস্থান কর্মসূচিসহ সড়ক ও রেলপথ দখলে রেখেছে সাবেক সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শতশত নেতাকর্মীদের নিয়ে লালপুরের প্রাণকেন্দ্র ত্রিমোহিনী চত্বরে আজ দ্বিতীয় দিনেও সকাল মাঠে আছে তারা দুপুরের খাবার পর্যন্ত খেলেন রাজপথে এই আওয়ামী লীগর নেতাকর্মীরা। অন্যান্য দিকে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম বকুলের নির্দেশনায় লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের এক অংশের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘার নেতৃত্বে বিএনপি জামায়াতের অবরোধ কর্মসূচির প্রতিবাদে লালপুরে বিক্ষোভ মিছিল সহ অঅঅবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় রাজপথে থেকে বিএনপিকে অগ্নি-সন্ত্রাস প্রতিহত করার ঘোষণা দেন লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের এক অংশের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা। এ সময় প্রশাসনের কড়া নজরদারিতে লালপুর থেকে সারাদেশে দূরপাল্লার বাসসহ যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন