প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নাটোরে বাগাতিপাড়ায় অবরোধের প্রতিবাদে সাবেক এমপির ছেলের মোটর শোভাযাত্রা

নাটোরে বাগাতিপাড়ায় অবরোধের প্রতিবাদে সাবেক এমপির ছেলের মোটর শোভাযাত্রা!  সারাদেশে বিএনপি-জামাতের অগ্নি-সন্ত্রাস ও অবরোধের প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় মোটর শোভাযাত্রা করেছে প্রয়াত সাবেক এমপি মমতাজ উদ্দিন ও সাবেক মহিলা এমপি শেফালী মমতাজ দম্পতির ছেলে ও লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহম্মেদ সাগর। আজ বুধবার দুপুরে যুবলীগ ও আওয়ামীলীগের যৌথ আয়োজনে উপজেলার তমালতলা বাজার থেকে এই শোভাযাত্রা বের করা হয়। সাধারন জনগনের জানমালের নিরাপত্তাসহ যানবাহন চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে রাজপথে অবস্থান কর্মসূচীর অংশ হিসেবে তিনি এই শোভাযাত্রাটি বের করেন। এসময় তিনি তমালতলা, যোগীপাড়া, বিহারকোল, মালঞ্চি বাজার, মালঞ্চি রেলগেট, লোকমানপুর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এছাড়াও মালঞ্চি ও লোকমানপুর রেলস্টেশনে অবস্থান করেন। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বিএনপি-জামাতকে সন্ত্রাসী দল হিসেবে উল্ল্যেখ করে অগ্নি-সন্ত্রাস ও অবরোধের প্রতিবাদ জানান। এসময় উপজেলা যুবলীগের সভাপতি নাসিম মাহমুদ, আওয়ামীলীগ নেতা আফরোজ্জামান নিপুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন