তাড়াশে জাতীয় যুব দিবস ২০২৩ উৎযাপিত । স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৩ উপলক্ষে রেলি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ০১/১১/২০২৩ ইং রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে র ্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত র ্যালি ও আলোচনা সভায় উপজেলা নিবার্হী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ আব্দুল আজিজ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, তাড়াশ পৌরসভার মেয়র মোঃ আব্দুর রাজ্জাক, ভাইস-চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা ইসলাম,যুব উন্নয়ন অফিসার মোঃ ইসমাইল হোসেন,তাড়াশ প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম বুলবুল সহ প্রমুখ।