প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সড়ক দুর্ঘটনায় দেশপত্র পত্রিকার স্টাফ রিপোর্টার সহ আরও এক সাংবাদিক আহত

সড়ক দুর্ঘটনায় দেশপত্র পত্রিকার স্টাফ রিপোর্টার সহ আরও এক সাংবাদিক আহত । সড়ক দুর্ঘটনায় জাতীয় দৈনিক দেশপত্র পত্রিকার স্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম এবং এশিয়ান টেলিভিশনের বেড়া উপজেলার মাল্টিমিডিয়া প্রতিনিধি আলমগীর কবির পল্লব নামের আরও এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। ৩১ শে অক্টোবর মঙ্গলবার বেলা ১২টার দিকে বেড়া উপজেলার কাশিনাথপুর হতে মোটরসাইকেল যোগে নগরবাড়ি কেষ্টপুর এলাকায় জরুরী সংবাদ সংগ্রহ করতে যাওয়ার সময় এ সড়ক দুর্ঘটনার শিকার হন তারা। এসময় দুর্ঘটনার স্বীকার হওয়া ওই দুই সাংবাদিকের শরীরের বিভিন্ন জায়গায় কেটে রক্তক্ষরণ হতে থাকে। পরে স্থানীয় লোকজন তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী গণসাস্থ্য চিকিৎসা কেন্দ্রে নিয়ে চিকিৎসা করান। প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিকদের মোটরসাইকেলটি কাশিনাথপুর দিক থেকে নগরবাড়ির দিকে যাবার পথে কাশিনাথপুর গণসাস্থ্যের সামনে একটি ব্যাটারি চালিত ভ্যান গাড়ির সাথে সংঘর্ষ হয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় দুই সাংবাদিক এবং তাদের বহনকারী মোটরসাইকেলটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন