প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জৈন্তাপুর সীমান্তে পুলিশের অভিযানে ৪টি ভারতীয় মহিষ,২৩টি গরু জব্ধ

“জৈন্তাপুর সীমান্তে পুলিশের অভিযানে ৪টি ভারতীয় মহিষ,২৩টি গরু জব্ধ করা হয়েছে”  জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম)’র দিক-নিদের্শনায় জৈন্তাপুর সীমান্তে পুলিশ অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা ৪টি মহিষ,২৩টি গরু জব্ধ করেছে। এসময় ভারতীয় চোরাচালান ব্যবসার সাথে জড়িত অপরাধীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানাগেছে, ৩১ অক্টোবর ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার পুলিশ পৃথক ভাবে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪টি ভারতীয় মহিষ, ২৩টি গরু উদ্ধার করেন। জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) ভারতীয় মহিষ ও গরু আটকের তথ্য নিশ্চিত করেছেন । তিনি জানান, জৈন্তাপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও চোরাচালান বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে পুলিশ তৎপর রয়েছে। ভারতীয় মহিষ-গরু আটকের বিষয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া শ্রীপুর সীমান্ত ফাড়িঁর বিজিবি মঙ্গলবার রাতে ভারতীয় বেশ কয়েক’টি মহিষ আটক করেছে বলে জানাগেছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন