প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

আজ ঐতিহাসিক ডায়মন্ডহারবার মহাকুমার ফকির চাঁদ কলেজের ৭৫তম, প্লাটিনাম বার্ষিক উৎপাদন হল।। 

আজ ঐতিহাসিক ডায়মন্ডহারবার মহাকুমার ফকির চাঁদ কলেজের ৭৫তম, প্লাটিনাম বার্ষিক উৎপাদন হল।।

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

পশ্চিম বাংলা র দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ডায়মন্ডহারবার মহাকুমার ঐতিহাসিক ফকির চাঁদ কলেজের ৭৫তম, প্লাটিনাম বার্ষিক জয়ন্তী পালিত হয়। এই ৭৫তম, প্লাটিনাম বার্ষিক জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ও বর্তমান কলেজের ছাত্র ও ছাত্রীরাও। এই সভায় সকল ছাত্র ও ছাত্রীদের মধ্যে মিলনের ফলে খুশিতে মেতে ওঠে পুরো অনুষ্ঠান। এই ঐতিহাসিক কলেজ থেকে বহু সংখ্যক ছাত্র ও ছাত্রী আজও ভারতের জাতীয় স্বরের উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। এই ঐতিহাসিক ডায়মন্ডহারবার ফকির চাঁদ কলেজের অধ্যক্ষ ছিলেন প্রাক্তন ভারতের রাষ্ট্রপতি ও ভারত রত্ন শ্রী প্রনব মুখোপাধ্যায়। আজকের এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা র মধ্যে শিক্ষা ও উচ্চ বিদ্যালয় শিক্ষা মন্তী শ্রী ব্রাত্য বসু ও ডায়মন্ডহারবার মহাকুমা র পুলিশ সুপার শ্রী মিতুন কুমার দে এবং তৃনমূল দলের শিক্ষা সেলের নেতা মইদুল ইসলাম ও ডায়মন্ডহারবার ফকির চাঁদ কলেজের অধ্যক্ষ ও শিক্ষক ও কর্মচারী ও প্রাক্তন জি এস ও বর্তমান ছাত্র ও ছাত্রীরা।।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন