প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গলাচিপায় বিস্ফোরণ, ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

গলাচিপায় বিস্ফোরণ, ককটেল-পেট্রোল বোমা উদ্ধার । গলাচিপার চিকনিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। ককটেল বিষ্ফোরণের খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাজা ৪টি ককটেল ও ৪টি পেট্রোল বোমা উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গলাচিপা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিষ সাহাকে প্রধান আসামি করে ৭ জনের নাম উল্লেখ করে আরো ৭ জন অজ্ঞাতনামাকে আসামি করে বিষ্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোণিত কুমার গায়েন বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে চারটি ককটেল ও চারটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন