প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নিজের কবর নিজেই খুঁড়ে রাখছেন শ্রীপুরের শতবর্ষী আমির আলী মৃত্যুর প্রহর গুনছেন

নিজের কবর নিজেই খুঁড়ে রাখছেন শ্রীপুরের শতবর্ষী আমির আলী মৃত্যুর প্রহর গুনছেন ।গাজীপুরের শ্রীপুরে শতবর্ষী আমির আলী নামে এক ব্যক্তি নিশ্চিত মৃত্যু হবে জেনে নিজের কবর আগাম খুঁড়ে রাখছেন। ছয় বছর আগে নিজের বসতঘরের পাশে তিনি এই কবর খুঁড়েছেন। সরজমিনে গিয়ে দেখা যায় গিয়ে দেখা যায়, শ্রীপুর পৌর এলাকার ৩নং ওয়ার্ডের লোহাগাছ গ্রামে আমির আলী ওরফে পচু মিয়ার সঙ্গে। এ সময় তিনি বলেন, মৃত্যুর পর তিনি কাউকে কষ্ট দিতে চান না। এমন চিন্তা থেকেই এ কাজ করেছেন। কবরের পাশেই নামাজ আদায়সহ দিনের বেশিরভাগ সময় পার করেন আমির। তার বাবার নাম জহুর আলী। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। স্ত্রী আমেনা খাতুন জানান, নিজের ইচ্ছায় আমার স্বামী বাড়ির পাশে কবর খুঁড়েছেন। তবে কী কারণে এ কাজ করেছেন তা তিনিই বলতে পারবেন। শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া হাজী হাছেন আলী কওমি মাদ্রাসার মুহতামিম মুফতি আবুল কালাম আমিনি বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এমন কাজ সঠিক নয়। কারণ কেউ নিশ্চিত বলতে পারবে না, তার মৃত্যু। আমরা মারা যাওয়ার পর স্বজনরা কবর খুঁড়ে দাফন-কাফন করবেন, এটাই তো নিয়ম।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন