প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

অনলাইনে মায়ের চিকিৎসা নামে বিভিন্ন সংগঠন হতে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা

অনলাইনে মায়ের চিকিৎসা নামে বিভিন্ন সংগঠন হতে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা।  বগুড়া জেলার কাহালু থানার জয়তুন গ্রামের মোঃ আবু বকর সোশ্যাল মিডিয়ায় পরিচিতদের কে তার মা জটিল কঠিন রোগে আক্রান্ত হয়ে বগুড়া জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে এবং অর্থনৈতিক সংকটের কারনে অপারেশন করা সম্ভব হচ্ছেনা বলে অর্থনৈতিক সহায়তার আবেদন করেন। এমনি বয়লার ওয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ, উত্তরবঙ্গ মানবিক ফাউন্ডেশন, স্মার্ট কর্মী সোসাইটি অফ বাংলাদেশ, বয়লার অপারেটর গ্রুপ সহ বিভিন্ন গ্রুপে তার মায়ের চিকিৎসার জন্য অর্থনৈতিক সহায়তার জন্য আবেদন করতে থাকে। বয়লার ওয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ সহ-সভাপতি মোঃ মাসুদ রানা বিষয়টি আমলে নিয়ে গ্রুপের সবাইকে প্রতারক আবু বকরের মায়ের চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য বয়লার ওয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশের নেতৃবৃন্দর কাছে সুপারিশ করেন। বিষয়টি নেতৃবৃন্দ আমলে নিয়ে প্রতারক আবু বকরের মায়ের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র চাইলে কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। বয়লার ওয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ এর সহ-সভাপতি মাসুদ রানা বিষয়টি নিয়ে প্রতারক আবু বকর কে জিজ্ঞাসাবাদ করলে প্রতারক আবু বকর কোন অবস্থাতেই সে যে প্রতারক সেটা স্বীকার করে না। এক পর্যায়ে বয়লার ওয়েলফেয়ার সহ-সভাপতি মাসুদ রানা বলেন আমি একজন সাংবাদিক। প্রয়োজনে অন্য সাংবাদিক তোমার নিকট পাঠিয়ে খবর নেব। তুমি সঠিক হলে অবশ্যই তোমার মায়ের চিকিৎসা সংক্রান্ত অর্থনৈতিক সহায়তা পাবে। তখনো সে তার মায়ের চিকিৎসা সংক্রান্ত কাগজ পত্র দিতে ব্যর্থ হয়। এবং সহসাই স্বীকার করে বলে ভাই আমি খুবই অর্থ সংকটের কারণে অর্থ উপার্জনের জন্য বিকল্প ব্যবস্থা নিয়েছিলাম। আসলে আমার মা অসুস্থ নয় সে সুস্থ আছে আমাকে ক্ষমা করুন ভাই। মায়ের চিকিৎসার কথা শুনে মাসুদ রানা অনেক গুলো সংগঠন এর গ্রুপে প্রতারক কে অর্থনৈতিক সহায়তার জন্য সুপারিশ করেছিলেন। তাই মাসুদ রানা প্রতারক আবু বকর সিদ্দিকা কে বলেন। যত গুলো অনলাই গ্রুপে আবেদন করেছো তুমি নিজে সব গুলো গ্রুপে ক্ষমা চাও নইলে প্রতারক হিসাবে পুলিশকে জানানো হবে। প্রতারক আবু বক্কর সিদ্দিক বাধ্য হয়ে সকল গ্রুপে লিখিত ভাবে ক্ষমা চায়। এ বিষয়ে উত্তরবঙ্গ মানবিক ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য কাশেম মাহমুদ ও মোস্তাফিজুর রহমান দুঃখ প্রকাশ করে বলেন। দিন দিন মানুষের প্রতি মানুষের বিশ্বাস ও ভালোবাসা এভাবেই কমে যাচ্ছে। কারন প্রতারক গণ মায়ের চিকিৎসার নামে, সন্তানের চিকিৎসার নামে অর্থ হাতিয়ে নিচ্ছে আর সঠিক রোগীরা সহযোগিতা থেকে বঞ্চিত হচ্ছে। মাসুদ রানা সহ সভাপতি বয়লার ওয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ রেজিঃ নং ১৩২৯৪ বলেন।বয়লার ওয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ, উত্তরবঙ্গ মানবিক ফাউন্ডেশন, স্মার্ট কর্মী সোসাইটি অফ বাংলাদেশ সহ প্রত্যেকটা স্বেচ্ছাসেবী সংগঠন অবশ্যই দুস্থ অসহায় গরীব অসুস্থদের পাশে দাঁড়াবে কিন্তু কোনো প্রতারককে কোনভাবেই প্রশ্রয় দিবে না। অবশ্যই এই সকল সংগঠনের কর্ণধারদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা মানুষের পাশে থাকবেন এবং শতভাগ যাচাই-বাছাই করে অর্থনৈতিক সহায়তা করবেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন