প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

রংপুরে অবরোধে ট্রেন চললেও ছাড়েনি বাস, যাত্রীদের ভরসা অটোরিকশা

রংপুরে অবরোধে ট্রেন চললেও ছাড়েনি বাস, যাত্রীদের ভরসা অটোরিকশা।  বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের রাজপথ,রেলপথ ও নৌপথ অবরোধের প্রথম দিনে রংপুর থেকে দূরপাল্লা ও আন্তঃজেলার বাস কম চলাচল করছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত রংপুর নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বুড়িমারি লোকাল, দিনাজপুর কমিউটার ট্রেন রংপুর রেল স্টেশন ছেড়ে গেছে। পরিবহন শ্রমিক ও মালিকরা বলছেন, বাস চলাচলের সিদ্ধান্ত রয়েছে। এই কারণে ভোর থেকে কাউন্টার খোলা রাখা হয়েছে। কিন্তু অবরোধের কারণে যাত্রী সংকট। তাই বাস ছাড়া হচ্ছে না। সকাল থেকে এসআর পরিবহন, এনা পরিবহন, শাহ ফতেহ আলী, আগমনী পরিবহন, শ্যামলী পরিবহন, হানিফসহ বিভিন্ন পরিবহনের কাউন্টার যাত্রী শূন্য দেখা গেছে। যাত্রী না থাকায় বাস কাউন্টারের লোকজনদের বসে থাকতে হচ্ছে বলে জানান তারা। রংপুর কেন্দ্রীয় সিটি বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা রুটের কোনো বাস চলাচল করলেও খুব কম। বাস টার্মিনালে অন্যান্য দিনের মতো যাত্রী চোখে পড়েনি। তবে যাত্রীরা ঝুঁকি এড়াতে ব্যাটারিচালিত অটোরিকশায় করে গন্তব্যে ছুটছেন বলে শহরে মডার্ন ও মেডিকেল মোড়ে এই চিত্র দেখা গেছে। এদিকে সকাল ৬টা থেকে অবরোধ শুরু হলেও এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবরোধের সমর্থনে বিএনপি-জামায়াতের কাউকে পিকেটিং করতে দেখা যায়নি। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, দলীয় কার্যালয় এবং জনগুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। এই রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা ১১টা) আন্তঃজেলা ও ঢাকাসহ দেশের বিভিন্ন রুটের বাস চলাচল অনেক কম থাকলেও শহরের অভ্যন্তরীণ প্রধান সড়কসহ পাড়ামহল্লার সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। রংপুর ‌রেলওয়ে স্টেশন সুপার শংকর গাঙ্গুলী ব‌লেন, সকাল থে‌কে স‌ঠিক সম‌য়ে প্রতি‌টি ট্রেন রংপুর স্টেশন ছে‌ড়ে গে‌ছে। এ সময় যাত্রী‌দের কোনো প্রকার সমস্যা হয়‌নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ ঢাকা পোস্টকে বলেন, আন্তঃজেলাসহ সব রুটেই গাড়ি চলাচল করবে। তবে যাত্রী সংকট রয়েছে। ঢাকাগামী দূরপাল্লার বাস এখনো ছেড়ে যায়নি। রংপুর জেলা পুলিশ সুপার (এসপি) ফেরদৌস আলী চৌধুরী বলেন, মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। এরপরও শহর ও মহাসড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন