প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ২৪৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন মাহমুদ হাসান ‍রিপন এম.পি কে সকলের শুভেচ্ছা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) কর্তৃক যমুনা নদীর টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের ২.৪৩ কি.মি. নদীতীর সংরক্ষণ ও নদীশাসন সংক্রান্ত ২৪৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন। অত্যন্ত ভাঙ্গণ প্রবণ যমুনা নদীর কড়াল গ্রাস হতে উড়িয়া ইউনিয়নকে রক্ষা করা অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো। পরম করুনাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সানুগ্রহে অতি অল্প সময়ে তা বাস্তবায়ন সম্ভব হয়েছে।
অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছে সাঘাটা ফলছড়িবাসী- বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এঁর প্রতি।ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়েছেন সাঘাটা-ফুলছড়ি উপজেলার তৃণমূলের জনপ্রিয় নেতা জননেতা মাহমুদ হাসান রিপন এমপি মহোদয়ের প্রতি। সকলে জনাব মাহমুদ হাসান রিপন এমপি মহাদয়ের সু স্বাস্থ ও দীর্ঘায়ূ কামনা করেছেন।ফুলছুড়বাসী বলেন  বিজয় আমাদের অবশ্যম্ভাবী ইনশাআল্লাহ। আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন রেজুয়ান ভিডিও এডিটিং  সেন্টার এন্ড ইউটিউব মিডিয়ার স্বতাধিকারী সাংবাদিক মোঃ (রেজুয়ান ইসলাম) এম.এ। নাবা টেলিকম সেন্টারের স্বতাধিকারী জনাব মোঃ নুরুজ্জামান আকন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন