প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কালীগঞ্জে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের আর্থিক সহায়তা প্রদান

কালীগঞ্জে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের আর্থিক সহায়তা প্রদান । গাজীপুরের কালীগঞ্জে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ও এক অসহায় পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কালীগঞ্জ পৌর ৬নং ওয়ার্ড ভাদগাতী এলাকার হযরত শাহ্ বায়েজিদ (রহ.) মাজার রোড সংলগ্ন মো. ফরিদ হোসেনের বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্থ ও বক্তারপুর ইউনিয়নের নয়াবাজার এলাকার অসহায় মো. পনির মিয়াকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে কালীগঞ্জ জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দ। কালীগঞ্জ জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি হযরত মাওলানা মুফতি মো. আবু হানিফ, কালীগঞ্জ পৌর শাখার সভাপতি হযরত মাওলানা মুফতি মো. নাসির উদ্দিন মাহমুদী, সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা মো. ইমরান হোসেন কালীগঞ্জ জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে ভাদগাতী গ্রামের মো. ফরিদ হোসেনকে ঘর করার জন্য ও বক্তারপুর ইউনিয়নের নয়াবাজার এলাকার অসহায় মো. পনির মিয়াকে একটি ইজি বাইক ক্রয়ের জন্য আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কালীগঞ্জ জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মো. সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক মো. লোকমান হোসেন পনির, বিশিষ্ট সমাজ সেবক মো. আব্দুল কাদির, ভাদগাতী সাদেরগাঁও জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মো. হাবিবুর রহমানসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২১ অক্টোবর শনিবার আনুমানিক বিকেল সারে ৩টায় কালীগঞ্জ পৌর ৬নং ওয়ার্ড ভাদগাতী এলাকার হযরত শাহ্ বায়েজিদ (রহ.) মাজার রোড সংলগ্ন মো. ফরিদ হোসেনের বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসলেও ভিতরে গাড়ী যাওয়ার রাস্তা না থাকায় আগুন নিভাতে ব্যর্থ হয়। পরে স্থানীয় লোকজন প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভব হয়। এরই মধ্যে আগুনে ঘরের যাবতীয় আসবাবপত্র ও নগদ টাকাসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। একটি মাত্র থাকার ঘর পুড়ে যাওয়ায় মো. ফরিদ হোসেন ও তার পরিবারের সদস্যরা পাগল প্রায়। শুরু হয় তাদের মানবেতর জীবন যাপন। অন্যদিকে উপজেলার বক্তারপুর ইউনিয়নের নয়াবাজার এলাকার অসহায় মো. পনির মিয়া আর্থিক অস্বচ্ছলতার কারণে পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন যাপন করে আসছেন। সংবাদ পেয়ে কালীগঞ্জ জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সংগঠনের নেতৃবৃন্দ তাদের পাশে দাড়ান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন