প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাকির হোসেনের মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাকির হোসেনের মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত । শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম জাকির হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর সোমবার রাতে জেলা শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের সঞ্চলনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবিহা জামান শাপলা, সিনিয়র সহসভাপতি মলয় মোহন বল, সাবেক সিনিয়র সহ-সভাপতি জিএম বাবুল, বর্তমান সহসভাপতি আছাদুজ্জামান মোরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক আবীর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম চঞ্চল, নির্বাহী সদস্য আবুল হাশিম, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, এটিএম জাকির হোসেনের পরিবারের পক্ষে কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক, সাংবাদিক রফিক মজিদ, জাহিদুল খান সৌরভ প্রমুখ। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে এটিএম জাকির হোসেন ও শেরপুর প্রেসক্লাবের প্রয়াত সভাপতি সানাউল্লাহ, প্রয়াত সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ প্রয়াত অন্যান্য সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন