প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কুমারখালীতে যুদ্ধ দিবস উপলক্ষে আলোচনা ও ঐতিহ্যবাহী লাঠি খেলা

কুমারখালীতে যুদ্ধ দিবস উপলক্ষে আলোচনা ও ঐতিহ্যবাহী লাঠি খেলা । ১৯৭১ সালের ৩১ অক্টোবর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিল বরইচারায় গ্রামে পাকিস্তানী হানাদার বাহিনী, আলবদর ও রাজাকারদের সঙ্গে মুক্তিবাহিনীর সম্মুখ যুদ্ধ হয়। এ যুদ্ধে বদরুল ইসলাম বদরের নেতৃত্বে ১৩ জন বীরমুক্তিযোদ্ধা অংশ গ্রহণ করেছিলেন। যুদ্ধ দিবস উদযাপন উপলক্ষে প্রতিবছর ৩১ অক্টোবর মুক্তিযোদ্ধাদের আয়োজনে উপজেলার যদুবয়রা ইউনিয়নের বরইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিল বরইচারা স্মৃতিস্তম্ভ চত্বরে পতাকা উত্তোলন, দোয়া, আলোচনা সভা ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলার আয়োজন করা হয়। ঢাক-ঢোল, কাঁশিসহ অন্যান্য বাদ্যযন্ত্রের বাজনায় শুরু হয় অনুষ্ঠান। বাদ্যের তালে তালে লাঠিয়ালরা বাঁশের লাঠি ঘুরাতে ঘুরাতে মাঠে প্রবেশ করেন। শক্ত হাতে প্রতিপক্ষকে ঘায়েল করার নানা কৌশল প্রদর্শন করেন তারা। মুগ্ধ হন নানা বয়সী শতশত দর্শক। বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর। এ সময় যদুবয়রা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, যদুবয়রা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক লুৎফর রহমান, যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনসী বজলুর রহমান, ইউপি সদস্য আনিছুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ বছর লাঠি খেলায় বিভিন্ন অঞ্চলের ৭ টি দল অংশ গ্রহণ করেন। যদুবয়রা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, যুদ্ধ দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলার আয়োজন করা হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্য টিকিয়ে রাখতে প্রতিবছর এই আয়োজন করা হয়। এবার লাঠিখেলায় সাতটি দলের শতাধিক লাঠিয়াল অংশ নেন। খেলা দেখে এলাকার সবাই খুশি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন