প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ৯ই মে, ২০২৫ ২৬শে বৈশাখ, ১৪৩২ ১০ই জিলকদ, ১৪৪৬

সাংবাদিক হানিফ পারভেজের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল

সাংবাদিক হানিফ পারভেজের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল

অজিত দাস,মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা উপজেলা শাখার সভাপতি দৈনিক মানব সমাজ’র স্টাফ রিপোর্টার,দৈনিক একুশে নিউজ’র বড়লেখা উপজেলা প্রতিনিধি এবং জাতীয় দৈনিক পর্যবেক্ষণ’র বড়লেখা উপজেলা প্রতিনিধি হানিফ পারভেজের মায়ের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে মরহুমার নিজ বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার তালিম পুর ইউনিয়নের তালিম পুর গ্রামে অনুষ্ঠিত হয় খতমে কোরআন,মিলাদ ও দোয়া মাহফিল।

খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালিম পুর উত্তর টিল্লা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাওলানা জামাল উদ্দিন, বাহার পুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ রায়হান আহমদ,তালিম পুর বড় মসজিদের মুয়াজ্জিন হাফিজ সাইদুর রহমান,নোয়াবাড়ি পাঞ্জেগানা মসজিদের ইমাম হাফিজ রুবেল আহমদ,তালিম পুর উত্তর টিল্লা জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা জামিল আহমদ,পুর্ব তালিমপুর পাঞ্জেগানা মসজিদের ইমাম হাফিজ মাওলানা মিছবাহ উদ্দিন,মুয়াজ্জিন হাফিজ জাকির হোসেন প্রমূখ।

এছাড়া হাফিজ আব্দুর রউফ(অন্ধ হাফিজ সাহেব), মাওলানা আব্দুস সালাম কুটু, মাওলানা হাসান আহমদ,উমর আলী,মাওলানা সিরাজুল ইসলাম,মরহুমার মেজ ছেলে লুলু মিয়া,ছোট ছেলে সাংবাদিক হানিফ পারভেজ,মরহুমার নাতি হাফিজুর রহমান মাছন,সবুজ আহমদ,আকাশ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

২০১৯ সালের ২৮ আগষ্ট সাংবাদিক হানিফ পারভেজের মাতা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।৩ ছেলে ও ৩ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সে হিসেবে প্রতি বছর এইদিনে  মরহুমার স্মরণে ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন