প্রিন্ট এর তারিখঃ বুধবার ৯ই জুলাই, ২০২৫ ২৫শে আষাঢ়, ১৪৩২ ১৩ই মহর্‌রম, ১৪৪৭

আইডিবি ভবন ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগ এর প্রতিবাদে মানববন্ধন

আইডিবি ভবন ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগ এর প্রতিবাদে মানববন্ধন। সাভারে গত ২৮ তাং বি এনপির মহা সমাবেশ কে ঘিরে আইডিবি ভবন ভাংচুর ও অগনিত গাড়িতে অগ্নিসংযোগ এর প্রতিবাদে মামববন্ধন করেছেন। মঙ্গলবার ৩১ শে অক্টোবর বিকাল ৪ টায় ইনিস্টিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ( আইডিবি) সাভার ধামরাই সাংগঠনিক জেলা শাখার আয়োজনে,আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন..ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম (সভাপতি) সাভার ধামরাই,হাফিজুর রহমান (সহ সভাপতি) সাভার ধামরাই, আব্দুল কাদের (সাধারণ সম্পাদক) সাভার ধামরাই,বেনজির আহম্মেদ(যুগ্ন সাধারণ সম্পাদক)সাভার ধামরাই,মাহমুদ হাসান (সাংগঠনিক সম্পাদক)সাভার ধামরাই সহ উপস্থিতি ছিলেন আইডিবির প্রকৌশলী বৃন্দ। মানববন্ধনে অংশ নেওয়া প্রকৌশলী বৃন্দরা বলেন আমরা চাই শান্তি, আমরা এ দেশের কোনো রাজনৈতিক সংগঠনের নিকট থেকে এমন বর্বরোচিত ঘটনা দেখতে চাইনা,গাড়িতে আগুন দেখতে চাইনা,সরকারী ভবন হাসপাতাল মিল কল কারখানা,ধর্মীয় উপাসনালা,সব গুলো থাকবে নিরাপদে,সাধারণ মানুষের জানমাল রক্ষা করা হোক রাজনৈতিক সংগঠনের প্রধান লক্ষ।গত ২৮ শে অক্টোবর যে ভাবে বি এনপির মহাসমাবেশ কে ঘিরে আইডিবি ভবন ও অগনিত গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন