প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

খোকসায় উপজেলা পরিষদের নতুন ভবন ও হলরুম উদ্বোধন করেন এমপি -জর্জ

খোকসায় উপজেলা পরিষদের নতুন ভবন ও হলরুম উদ্বোধন করেন এমপি -জর্জ । কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের নতুন ভবন ও হল রুম উদ্বোধন করা হয়েছে। ( ৩১ অক্টেবার)মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ভবন দুটি উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস,উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন