প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শেরপুর জেলা ট্রাফিক অফিস উদ্বোধন করলেন পুলিশ সুপার

শেরপুর জেলা ট্রাফিক অফিস উদ্বোধন করলেন পুলিশ সুপার মোনালিসা বেগম । শেরপুর জেলা শহরের পৌরসভার অষ্টমীতলা পুলিশ লাইন্স সম্মুখ ফটক সংলগ্ন শেরপুর জেলা ট্রাফিক অফিসের ভবন ৩১ অক্টোবর মঙ্গলবার দুপুর ১.৩০ মিনিট প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেছেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা। এসময় তিনি আনুষ্ঠানিকভাবে ওই অফিস ভবনের ফলক উন্মোচন করেন। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও ওই অফিস ভবনের পার্শ্বে প্রধান অতিথি পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা একটি কাঠবাদাম গাছের চারা রোপণ করেন। উদ্বোধনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, টিআই-১ আবু সাইদ হিরণ, টিআই-২ মো. আশরাফ উদ্দিন, পুলিশ লাইন্স যানবাহন পরিদর্শক মো. নাসিমুল হক, আরআই লুৎফর রহমান, সার্জেন্ট মো. রুবেল মিয়া, সালামান রহমান, মো. জাহাঙ্গীর আলমসহ পুলিশ লাইন্সের অফিসার, ফোর্স ও ট্রাফিক বিভাগের অফিসার এবং পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন