খোকসাতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ । কুষ্টিয়ার খোকসায় তেল,ডাল ও মসলা জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। (৩১ অক্টোবার) মঙ্গলবার দুপুরে পৌরসভা ও ৭ টি ইউনিয়নের ১৯ শত ১০ জন কৃষকদের প্রত্যেককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সবুজ কুমার সাহার সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল আক্তার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ সহ আরো অনেকে।