প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

গণমাধ্যম কর্মীদের মানবিক উদ্যোগ

গণমাধ্যম কর্মীদের মানবিক উদ্যোগ ও জোর প্রচেষ্টায় মেরিনার বহুদিনের না বলা আকাংকিত চাহিদা ও মনে প্রাণে লালিত স্বপ্ন-আশাকে বাস্তবে পরিণত করতে মানসম্পন্ন দোকানের ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি পারিবারিক সুচিকিৎসার জন্যেও নিরলস ভাবে ধাপে ধাপে সচেষ্ট থাকতে বদ্ধপরিকর ।সাংবাদিকতার কল্যাণে ইতোমধ্যে মানসম্মত হাসপাতালে মুক্তির একটি রোগ নির্ণয়ের মাধ্যমে ইউরিন ইনফেকশন ও পিত্তথলীতে পাথর সনাক্ত করা হয়েছে। আরও কিছু রোগ সনাক্তের প্রচেষ্টায় চলছে নানান পদ্ধতি ও মানদণ্ডের জটিলতা। তাছাড়াও গভীর দৃষ্টিকোন থেকে পুরো পরিবারেরই ভালো মানের চিকিৎসা জরুরি বলেও ধারণা করা হচ্ছে । সকল পাড়া প্রতিবেশী ও সচেতন ব্যক্তিগণ সাংবাদিকদের এমন কল্যাণমুখী মহৎ উদ্যোগকে মনে প্রাণে সাধুবাদ ও স্বাগত জানিয়েছেন। সকলেই আশাবাদ ব্যক্ত করে বলেন, “সাংবাদিকতার কল্যানে এবার মেরিনা ও তার পরিবারের সমস্ত সমাধান ও উন্নয়ন অবশ্যই আমরা দেখতে চাই “। অসহায় মেরিনা আক্তারের সার্বিক সহযোগিতার জন্য নির্দিষ্ট ব্যাংক একাউন্ট : শোয়েব হোসেন, সঞ্চয়ী হিসাব নং- ১৫৪২৮, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, রাজলক্ষ্মী শাখা, উত্তরা, ঢাকা – ১২৩০। জরুরি ক্ষেত্রে – ০১৭৩০৮৯০০১৯, সরাসরি মেরিনা আক্তার – ০১৭৩৮২২৬৯৭৯ । এই সংবাদ প্রকাশ ও প্রচারের মাধ্যমে সমাজের সকল পর্যায়ের হৃদয়বান, বিত্তবান, বিবেকবান, দানশীল ও প্রভাবশালী মহলের জরুরী ভাবে প্রয়োজনীয় সমস্ত বিষয়ের সু-বন্দোবস্ত ও আর্থিক সহায়তার লক্ষ্যে সংশ্লিষ্ট প্রশাসন ও বিভিন্ন দাতা প্রতিষ্ঠানের সহায়তা কামনা করা হচ্ছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন