প্রিন্ট এর তারিখঃ বুধবার ৯ই জুলাই, ২০২৫ ২৫শে আষাঢ়, ১৪৩২ ১৩ই মহর্‌রম, ১৪৪৭

বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ সদর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাফওয়ান

বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ সদর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাফওয়ান । বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ সদর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন সুনামগঞ্জের কৃতী সন্তান সাফওয়ান । পদ ঘোষণা করার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়েছে উচ্ছ্বাসের হাওয়া সাফওয়ানের। তিনি বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ সদর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক ‘র দায়িত্ব পাওয়ার পরথেকে,জামাত শিবির, বিএনপির নৈরাজ্য কায়েমের বিপক্ষে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন সবসময়। তিনি, সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের মিছিল মিটিংয়ে তার ভুমিকা ছিল অগ্রগন্য। স্কুল ও কলেজ জীবনে সদর উপজেলা পাশাপাশি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সক্রিয় ছিলেন। সাফওয়ান বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি দীপঙ্কর কান্তি দে ভাই আমাকে ছোটবেলা থেকে বাংলাদেশের রুপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র বাল্যজীবন থেকে শিক্ষা দিয়ে আজ আমাকে এই পর্যন্ত এনেছেন। যোগাযোগ করা হলে বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ জেলা সভাপতি দীপঙ্কর এবং সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন বলেন ৩০/১০/২৩ইং আনজামুল হক শিপন কে বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ জেলার, সদর কমিটির সহ-সভাপতি পদ ছাত্রলীগের প্যাডে সাইন এর মাধ্যমে নিশ্চিত করেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন