প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নীলফামারীর ডোমারে যৌন হেনস্থার মামলায় শিক্ষক কারাগারে

নীলফামারীর ডোমারে যৌন হেনস্থার মামলায় শিক্ষক কারাগারে । ডোমার এক একাদশ শ্রেণির ছাত্রীকে (১৯) রাস্তায় যৌন হেনস্থার মামলায় জামিয়ার রহমান জয় (২৭) নামে স্থানীয় একটি কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষককে, কারাগারে, পাঠিয়েছে থানা পুলিশ। জামিয়ার রহমান উপজেলার, পশ্চিম বোড়াগাড়ী এলাকার মৃত, রশিদুল ইসলামের ছেলে। (৩) মামলা সূত্রে, জানা যায়, গত ১৯অক্টোবর দুপুরে কলেজ হতে ভ্যান যোগে বাড়ী ফিরছিল ছাত্রী। নিজ বাড়ী পশ্চিম চিকনমাটি মাদ্রাসা মোড় এলাকায় বিকাল অনুমান ৩টার সময় ভ্যান থেকে নামলে পূর্বে থেকে অপেক্ষামাণ জামিয়ার রহমান প্রেমের প্রস্তাব, দেয়। ছাত্রী সেই প্রস্তাব প্রত্যাখান করলে জামিয়ার রহমান জয় যৌন কামনা চরিতার্থে ওই ছাত্রীর হাত ধরিয়া টানা হেচড়া করে। এ সময় ছাত্রীর চিৎকার করলে জয়, ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এর আগেও একাধীকবার প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয় জামিয়ার। [৪] রোববার(২৯ অক্টোবর) ভুক্তভোগী ছাত্রী জামিয়ার রহমানের বিরুদ্ধে, থানায় লিখিত এজাহার দায়ের করেন।এজাহারের প্রেক্ষিতে ডোমার থানা এসআই, আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কোচ কাউন্টার এলাকা হতে জামিয়ার রহমানকে গ্রেপ্তার করেন

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন