শাহজাদপুরে অবৈধ ভাবে বালু ফেলায় আবাদি জমিতে পানি আটকে থাকায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ । শাহজাদপুরে অবৈধ ভাবে বালু ফেলে ক্যানেলের মুখ বন্ধ করে দেওয়ায় বন্যার পানি বের হতে না পারায় কয়েকটি গ্রামবাসীর প্রায় ২ হাজার বিঘা জমি আবাদ করতে পারছে না কৃষক। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামবাসীর প্রায় ২ হাজার বিঘা জমিতে পানি আটকে থাকায় জমি আবাদ করতে না পারায় কৃষকেরা (৩১ অক্টোবর) মঙ্গলবার সকালে নুকালি,আলোকদিয়ার, শাকতোলা,শেলাচাপড়ী,নগর বায়রা,ছোটো বায়রাসহ কয়েকটি গ্রামের কয়েকশ কৃষক মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে এসময় অনান্যে মধ্যে উপস্থিত ছিলেন পোতাজিয়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বাচ্চু সরকার , ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য উজ্জ্বল ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্বাস, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর এ সময় সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বাচ্চু সরকার বলেন আমাদের দাবি অতি দ্রুত আবাদি জমিতে আটকে থাকা পানি নিস্কাশন করে জমি আবাদের ব্যবস্থা করা যদি তা না হয় প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এদিন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কৃষকদের দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।###