প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

শাল্লা উপজেলায় বিনপি দুই গ্রেফতার

শাল্লা উপজেলায় বিনপি দুই গ্রেফতার । সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রতি নিধি সুনামগঞ্জের শাল্লা উপজেলায় যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক ও তরুণ প্রজন্ম দলের সভাপতি হাফিজ আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবারসকালে শাল্লা সদর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম। এদিকে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত হরতালের সমর্থনে বিএনপির কোন নেতাকর্মীকে মাঠে থাকতে দেখা যায়নি। তবে উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে অবস্থান ও মহড়া দিতে দেখা গেছে পুলিশকে। বিএনপির নেতাকর্মীরা জানান, জেলার শাল্লা উপজেলা সবসময়ই শান্তিপ্রিয় আমরা হরতাল ডাকলেও আমরা শান্তিতে বিশ্বাসী। বিএনপির মহাসমাবেশকে ঘিরে আজকের হরতালের সমর্থনে হরতালের প্রস্তুতিকালে এই দুজনকে পুলিশ আটক করেছে। তবে আজকে হরতালকে ঘিরে বিএনপির নেতাকর্মীরা গ্রেপ্তার আতঙ্কে অনেকেই বাড়িছাড়া বলে অভিযোগ তুলেছেন। এ ব্যাপারে অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনা যা-ই তাই হবে, নাশকতার মামলা হবে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল বলেন, শাল্লা সবসময় শান্তিপ্রিয়। নাশকতা করার মত শাল্লায় কিছু নেই। তিনি বলেন, আমরা গ্রেপ্তার আতঙ্কে রয়েছি। তবে কোন ধরনের নেগেটিভ কর্মকাণ্ড আমাদের মধ্যে নেই।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন