প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শাল্লা উপজেলায় উদীচী ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শাল্লা উপজেলায় উদীচী ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত । সুনামগঞ্জের শাল্লা প্রতি নিধি সংস্কৃতির সংগ্রামে দ্রোহের দীপ্তি মুক্তির লড়াইয়ে অজেয় শক্তি’ এ স্লোগানকে সামনে রেখে শাল্লায় উদীচী শিল্পীগোষ্ঠী’ ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার ২৯ অক্টোবর বিকেলে একটি র‌্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে শেষ হয়। পরে একটি সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করে উদীচী’র শাল্লা শাখা। সংগঠনের সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চম্পা তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা আজমান গণি তালুকদার, বাহাড়া ইউপির সাবেক চেয়ারম্যান বিধান চৌধুরী, উদীচী’র দপ্তর সম্পাদক শর্বরী মজুমদার, গণসংগীত বিষয়ক সম্পাদক ইন্দ্রজিৎ দাশ, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন