প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

যুক্তরাষ্ট্রে সুনামগঞ্জ ১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী নুরুল হাসান পারভেজের মত বিনিময় সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে সুনামগঞ্জ ১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী নুরুল হাসান পারভেজের মত বিনিময় সভা অনুষ্ঠিত । ইফতিয়াজ সুমন সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-তাহিপুর- জামালগঞ্জ-মধ্যনগর) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী, মিশিগান মহানগর আওয়ামীলীগ যুক্তরাষ্ট্র এর দপ্তর সম্পাদক ও সুনামগঞ্জ জেলা এসোসিয়েশান অব মিশিগান যুক্তরাষ্ট্রের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: নুরুল হাসান পারভেজ। যুক্তরাষ্ট্র বসবাসরত প্রবাসী সুনামগঞ্জবাসীর আয়োজনে নুরুল হাসান পারভেজের সমর্থনে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়। রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় হ্যামট্রামিকের রেশমী সুইট এ্যান্ড ক্যাফেতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগন্জ জেলা এসোসিয়েশান অব মিশিগানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাইকউদ্দিনের সভাপতিত্বে মিশিগান মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তারেকের সঞ্চালনায়, উপস্হিত ছিলেন মিশিগান মহানগর আওয়ামীলীগের ভাইচ প্রেসিডেন্ট আজাদ খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালিব, আসাল সভাপতি সৈয়দ রেজা, সাধারণ সম্পাদক মিনহাজ রাসেল, মিশিগান স্টেট সহ সভাপতি মাহবুব রাব্বি খান, ডেমক্রেটিক লিডার আজিজ চৌধুরী, মিশিগান ডেমক্রেটিক ভাইজ প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. রাব্বি আলম, মিশিগান মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, দিরাই শাল্লা এসোসিয়েশানের সভাপতি শামসুল হুদা পাশা ও সাধারণ সম্পাদক জুবায়ের, মিশিগান, দেলোয়ার হোসেন, ইকবাল আহমেদ, মারুফ, সুয়েব, মিশিগান স্টেস্ট ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক পাশা, ছাত্রলীগ নেতা জিসান, রিপন, মধু , আমিন উদ্দিন প্রমুখ। মতবিনিময় সভায় নিজেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রার্থী হিসেবে ঘোষণা করে মো: নুরুল হাসান পারভেজ বলেন, তৃণমূলের নেতাকর্মীদের দাবি হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ(১) আসনে দুর্নীতি, টেন্ডারবাজি, চাকরি বাণিজ্য ও অনুপ্রবেশকারীদের আশ্রয়-প্রশ্রয়দাতা বহিরাগত ব্যক্তিকে বাদ দিয়ে সদর ও সুবর্ণচরের স্থানীয় বাসিন্দাদের মধ্য থেকে মনোনয়ন দেওয়া হোক। তিনি বলেন, আমি আমার মাতৃতুল্য নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের অভিভাবক ওবায়দুল কাদেরের কাছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইব। আমাকে যদি দলীয় মনোনয়ন দেওয়া হয়, তাহলে অতীতের সকল রেকর্ড ভেঙে এই আসনে বিপুল ভোটে নৌকার বিজয় সুনিশ্চিত হবে। আর যদি কোন কারণে আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়, তাহলেও আমি দলের পক্ষে সবাইকে নিয়ে কাজ করবো। তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ-প্রাচীন রাজনৈতিক দল। এখানে এমপি হওয়ার মতো অনেক যোগ্য লোক রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদে জনগণের পক্ষে কথা বলতে পারবে এমন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে মনোনয়ন দিলে দল এবং দেশের মানুষের পাশাপাশি তৃণমূলের কর্মীরা মূল্যায়িত হবে। মতবিনিময় সভায় বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে ধারাবাহিক উন্নয়নের চিত্র তুলে ধরে নুরুল হাসান পারভেজ বলেন, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্বের ক্ষমতাধর নেতাদের মধ্যে অন্যতম। বঙ্গবন্ধু কন্যার ডায়নামিক নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইনশাল্লাহ আওয়ামী লীগ জনগণের রায় নিয়ে পুনরায় ক্ষমতায় আসবে এবং তখন বাংলাদেশ একটি উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন