প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পঞ্চগড়ে ৯ মাসে ১৩ হত্যা-ধর্ষণের শিকার ৪১ নারী ও শিশু

পঞ্চগড়ে ৯ মাসে ১৩ হত্যা-ধর্ষণের শিকার ৪১ নারী ও শিশু । আজ রোজ সোমবার ৩০ অক্টোবর পঞ্চগড়ে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর (৯ মাসে) পর্যন্ত জেলায় ১৩ জন হত্যা, ৪১ জন ধর্ষণের শিকার, নারীশিশু নির্যাতনের ১৪৩টি ও মারামারির ঘটনায় ৪৩৪ মামলা দায়ের হয়েছে। এতে জেলায় উদ্বেগ বাড়ছে মানুষের মাঝে। পুলিশ সুপার কার্যালয় থেকে দেয়া তথ্য মতে, চলতি বছরের গত ৯ মাসে জেলায় হত্যা, ধর্ষণ নারীশিশু নির্যাতন ও মারামারির ঘটনায় মামলা হয়েছে ৬৩১টি, ইউডি মামলা হয়েছে (আত্মহত্যা)১৯২টি। জানুয়ারী মাসে হত্যার শিকার ২ জন, ধর্ষণের ৫, নারীশিশু নির্যাতন ৯, মারামারির ৪৯ টি, ফেব্রুয়ারী মাসে ধর্ষণ ৫, নির্যাতন ১০, মারামারি ৩৩টি, মার্চ হত্যা ৩, ধর্ষণ ৪, নির্যাতন ১৩, মারামারি ৫৪টি, এপ্রিল মাসে হত্যা ২, ধর্ষণ ৬, নির্যাতন ১৪, মারামারি ৬২টি, মে মাসে ধর্ষণ ৫, নির্যাতন ২০, মারামারি ৩৭, জুন মাসে হত্যা ১, ধর্ষণ ৫, নির্যাতন ১৭, মারামারি ৫৩টি, জুলাই মাসে হত্যা ৩, ধর্ষণ ৬, নির্যাতন ২১, মারামারি ৬১, আগস্ট মাসে ধর্ষণ ৩, নির্যাতন১৯, মারামারি ৪৪ টি, সেপ্টেম্বর মাসে হত্যা ২, ধর্ষণ ২, নির্যাতন ২০, মারামারি ৪১টি। হত্যার শিকার হয়েছেন- আরিফুর রহমান, জাহিদ হাসান, সামিউল ইসলাম সয়ন, কামরুল ইসলাম, ফয়জুর রহমান, মো, শামীমসহ ১৩ জন। জানা যায়, কাদিয়ানী ঘটনায় মুসলিম পুলিশ সংঘর্ষ, সংকট, টাকা-পয়সা, লোভ-লালসা, সার্থে আঘাত, যৌতুক, প্রেম-ভালোবাসা, সংসারে অশান্তি ও জমি নিয়ে এসব ঘটনা ঘটে। সমাজবিজ্ঞানীরা বলছেন, পরিবার সমাজব্যবস্থার মূলভিত্তি। সামাজিক অস্থিরতায় পারিবারিক কলহের ঘটনা বেড়ে গেছে। বেড়েছে পরিবারের এক সদস্যের হাতে আরেক সদস্যের খুন হওয়ার মতো ঘটনাও। স্বামী-স্ত্রীর কলহের কারণে জীবন দিতে হচ্ছে নিষ্পাপ শিশুকে। মানুষ এখন আপনজনদের কাছেও নিরাপদ নয়। খুন, ধর্ষণের মতো ভয়ংকর ও ঘৃণ্য ঘটনা রোধের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে আইনের প্রয়োগসহ সামগ্রিক পরিস্থিতি পর্যেবক্ষণ সাপেক্ষে কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা জানান, আমাদের যে আইনকানুন আছে সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। আর সড়ক দুর্ঘটনা, নারীশিশু নির্যাতন, আত্মহত্যা বিষয়ে পুলিশ বিভিন্নভাবে জনসচেতনতা করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন