প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

হরিপুর প্রেস ক্লাবের সভাপতি শফিকুল আজম সম্পাদক আব্দুর রশিদ

হরিপুর প্রেস ক্লাবের সভাপতি শফিকুল আজম সম্পাদক আব্দুর রশিদ

মোঃ বরকতুল্লাহ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে, হরিপুর প্রেস কারের ত্রি-বার্ষিক নতুন কমিটিতে দৈনিক – ভোরের কাগজ এর হরিপুর উপজেলা প্রতিনিধি শফিকুল আজম চৌধুরী (সুজা) সভাপতি, দৈনিক করতোয়া হরিপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রশিদকে সাধারণ সম্পাদক, দৈনিক মানবজমিন ও দৈনিক যুগের আলো হরিপুর উপজেলা প্রতিনিধি আবু সালেহ মুশা’কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় প্রেস ক্লাবের হলরুমে শফিকূল আজম চৌধুরী সুজার সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতি ক্রমে সভাপতি পদে শফিকুল আজম চৌদুরী ও সম্পাদক পদে আব্দুর রশিদ কে মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ঠ একটি ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। এর আগে হরিপুর উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সাথে হরিপুর প্রেস ক্লাবের সাংবাদিকরা সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।

মোঃ বরকতুল্লাহ হরিপুর, ঠাকুরগাঁও ০১৭৫০১৭১৫০৭

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন